ময়মনসিংহে পুলিশ সদস্যদের ওপর হামলা; অস্ত্রসহ গ্রেফতার ১

- প্রকাশের সময়: ০৯:২৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ১৮৮ জন পড়েছে
ময়মনসিংহ নগরীর বলাশপুর মরাখোলা এলাকা থেকে গতকাল সন্ধ্যায় বুলবুল আহমেদ সজীবকে পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামীম হোসেনের নেতৃত্বে পুলিশ। ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাইমেনুর রশিদ জানান, জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন বলাশপুর মরাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে এবং সেখানে স্বাধীন বাংলা একাডেমির সামনে থেকে বুলবুল আহমেদ সজীব (৩০), পিতা-মৃত এমরান হোসেন, মাতা- কাজল বেগমকে আটক করে। তার কোমরের পাশে প্যান্টের ডান দিকে গোপনে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পরবর্তী সময়ে, অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের ওপর আক্রমণ চালায় সজীবের প্রায় ২০০-২৫০ জন সমর্থক। তারা ধৃত আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশ সদস্যদের ওপর দা, লাঠি-সোঠা ও লোহার রড দিয়ে আক্রমণ করে। এই হামলায় দুইটি মাইক্রোবাস ভাঙচুর হয় এবং প্রায় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার ক্ষতি হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্য এসআই মোঃ রফিকুল ইসলাম গুরুতর আহত হন। উক্ত ঘটনায় কোতোয়ালী মডেল থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।