রাজনীতির ধারা পরিবর্তন প্রয়োজন: ব্যারিস্টার ফুয়াদ

- প্রকাশের সময়: ০৯:২০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ২১৬ জন পড়েছে
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, “দেশে তো আওয়ামী লীগ নেই, এখন লুটপাট ও দখল করে কারা? তারা কি ভারত থেকে এসেছে? না কি আসমান থেকে ফেরেশতা এসেছে?”
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আলিয়া মাদরাসা প্রাঙ্গণে “রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে” আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজনীতি ও ভোট কেনাবেচার সমালোচনা
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, “বারবার চোর, ডাকাত যারা নির্বাচিত হয়, তাদের ভোট দেয় কারা? ফেরেশতা এসে কি ভোট দেয়? ১, ২ বা ৩ হাজার টাকার বিনিময়ে ভোট কিনে নির্বাচিত হন এবং এরপর সেই টাকা জনগণের পকেট থেকে চুরি করেন। এটাই বাংলাদেশের রাজনীতি।” তিনি বর্তমান রাজনীতির বিকাশ ও নগদের অর্থনৈতিক ব্যবস্থাপনা থেকে বের হয়ে সুষ্ঠু ধারায় ফেরার আহ্বান জানান।
উপস্থিত নেতৃবৃন্দ
গণসমাবেশে আরও বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, বিশেষ অতিথি মাওলানা আবদুল্লাহ (সাবেক অধ্যক্ষ, আলিয়া মাদরাসা), কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম মহানগরের যুগ্ম-আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সমন্বায়ক আরিফ হোসেন এবং যুব পার্টির আহ্বায়ক শাহাদত উল্লা টুটুল।
এবি পার্টির দাবি
গণসমাবেশে বক্তারা রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ রাজনৈতিক সংস্কার ও নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।