টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

- প্রকাশের সময়: ০৯:০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ১৮৮ জন পড়েছে
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ পশ্চিম নৌঘাট এলাকায় র্যাব অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ মো. শফিক উল্লাহ (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। আটক শফিক উল্লাহ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার হাবিব উল্লাহর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম মাঝির ঘাট এলাকায় অভিযান পরিচালিত হয়। জানা যায়, মাদক কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য ঐ এলাকায় অবস্থান করছিল। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি একটি তেলের গ্যালন ফেলে পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা তাকে আটক করে এবং গ্যালনটি থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শফিক উল্লাহসহ তাঁর সহযোগীরা মাছ ধরার আড়ালে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রি করছিল। অভিযানে মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়।
এ ঘটনায় আটক শফিক উল্লাহসহ পলাতক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এজাহার দাখিল করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাবের এমন কার্যক্রম আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।