জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ৩১ ডিসেম্বর পাঠ করা হবে

- প্রকাশের সময়: ০৬:৪৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ১০২ জন পড়েছে
৩১ ডিসেম্বর নিয়ে কী ঘটতে চলেছে, তা নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। এই বিষয়টি কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে বিস্তারিত তথ্য জানিয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দুপুরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আন্দোলনের কয়েকজন আহ্বায়ক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, “জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ৫ আগস্ট না হওয়ার ফলে বিদেশে বসে ফ্যাসিস্টরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ ঘটনাটি গণঅভ্যুত্থানের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করছে। গণঅভ্যুত্থানকে ঘিরে জনগণের মধ্যে যে আশা-আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে এবং ’৭২-এর সংবিধান যে প্রত্যাখ্যাত, তার প্রমাণ হিসেবে ৩১ ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী ’৭২-এর সংবিধানের সমাপ্তি ঘোষণা করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষায় এদিন শহীদ মিনারে মানুষ সমবেত হবে।”
সংগঠনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেন, “শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি সব রাজনৈতিক দল ও গণ-অভ্যুত্থানের সমর্থক শ্রেণি-পেশার মানুষ ৩১ ডিসেম্বর শহীদ মিনারে একত্রিত হবেন। এদিন নাৎসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করে নতুন বাংলাদেশের পথরেখা তুলে ধরা হবে।” তিনি আরও জানান, “এরই মধ্যে ঘোষণাপত্রের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। সবার সম্মিলিত সহযোগিতায় ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র পাঠ করা হবে।