বগুড়ায় স্বেচ্ছাসেবক দল কর্মী আবু সাঈদকে কুপিয়ে হত্যা

- প্রকাশের সময়: ০৪:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ২১৩ জন পড়েছে
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী ও বালু ব্যবসায়ী আবু সাঈদ (৩০) কে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের বিবরণ
পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিহত আবু সাঈদ শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ার বাসিন্দা ইউসুফ আলীর ছেলে। বালু ব্যবসার পাশাপাশি তিনি স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। শুক্রবার রাত ১২টার দিকে অজ্ঞাত ব্যক্তির ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বের হন। কিছু দূর যাওয়ার পর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ ও পুলিশের মন্তব্য
নিহতের চাচাতো ভাই নেছার উদ্দিন জানান, আবু সাঈদ স্বেচ্ছাসেবক দলের কর্মী হওয়ায় রাজনৈতিক বিরোধ অথবা ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন।
তবে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) এ কে এম মঈন উদ্দিন জানান, স্থানীয়দের মতে মোবাইল ফোনে ভিডিও দেখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে সাঈদের বিরোধ ছিল। এই বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
তদন্ত চলছে
ইন্সপেক্টর আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় এখনও কোনো আসামিকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ হত্যাকাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।