ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজার থেকে আ. নেত্রী কাবেরী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময়: ০৩:০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ২২৪ জন পড়েছে

কক্সবাজারের আ. নেত্রী কাবেরী

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রামের দেবপাহাড় এলাকায় নিজ বাসা থেকে চকবাজার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি, জামায়াত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী কাবেরীর বাসার সামনে উপস্থিত হন। কিছুক্ষণ পর পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা জানান, কক্সবাজার পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নাজনীন সরওয়ার কাবেরীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাতেই তাকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের বোন। তার বাবা ওসমান সরওয়ার আলম চৌধুরীও সাবেক সংসদ সদস্য ছিলেন।

নিউজটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন

মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কক্সবাজার থেকে আ. নেত্রী কাবেরী গ্রেপ্তার

প্রকাশের সময়: ০৩:০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রামের দেবপাহাড় এলাকায় নিজ বাসা থেকে চকবাজার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি, জামায়াত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী কাবেরীর বাসার সামনে উপস্থিত হন। কিছুক্ষণ পর পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা জানান, কক্সবাজার পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নাজনীন সরওয়ার কাবেরীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাতেই তাকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের বোন। তার বাবা ওসমান সরওয়ার আলম চৌধুরীও সাবেক সংসদ সদস্য ছিলেন।