ময়মনসিংহে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ; একই পরিবারের নিহত ৪

- প্রকাশের সময়: ০৫:০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ৯২ জন পড়েছে
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৭টায় ময়মনসিংহের সদর ও তারাকান্দা সীমানায় বালুবোঝাই ড্রামট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন নেত্রকোনা সদরের বাহাদুরপুর এলাকার আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল আক্তার (৪৫), শ্যালক বিদ্যা মিয়া (৪২) এবং পুত্রবধূ লাবনী আক্তার (১৮)।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার নাজমুস সাখাওয়াত বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ঘনকুয়াশার মধ্যে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী সিএনজিতে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদের পরিবার। পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ড্রামট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন লাবনী আক্তার ও বিদ্যা মিয়া। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আব্দুর রশিদ ও তার স্ত্রী বকুল আক্তার।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, লাবনী ও বিদ্যা মিয়ার মরদেহ শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে ঘনকুয়াশা এবং দুই যানবাহনের অসতর্কতাকে প্রাথমিকভাবে দায়ী করা হয়েছে।