বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যানের অপসারণের দাবীতে উত্তাল গুঠিয়া

- প্রকাশের সময়: ০৩:০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ১৫৬ জন পড়েছে
বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিনা ভোটে নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওরঙ্গজেব কালুর অপসারণের দাবিতে সোমবার (২৯ জুলাই) সকালে হাজারো মানুষ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেয়। গুঠিয়া ইউনিয়ন বিএনপির নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের সর্বস্তরের জনগণ, স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী-পুরুষসহ স্থানীয় হাজারো বাসিন্দা অংশগ্রহণ করে।
সকাল ১০টা থেকে গুঠিয়া বন্দরের প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে আওরঙ্গজেব কালুর বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। এরপর বিক্ষোভ মিছিল শেষে তিন ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের মাধ্যমে তারা চেয়ারম্যানের অপসারণের জোর দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার। বক্তব্যে তিনি বলেন, “বিনা ভোটে জনগণের মতামত উপেক্ষা করে একজন অযোগ্য, দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা তার অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”
এছাড়াও বক্তব্য দেন গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লাভলু চাপরাশি, ইউপি সদস্য সাইম মোল্লা, হুমায়ুন কবির, হানিফ, রেজাউল হোসেন ও সহিদসহ অন্য নেতৃবৃন্দ। তাঁরা আওরঙ্গজেব কালুর বিরুদ্ধে দূর্ণীতি, ক্ষমতার অপব্যবহার এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভের এক পর্যায়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রশাসনকে অবহিত করার আশ্বাস দেন। তাঁর আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেন।
বিক্ষোভকারীরা জানান, প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়া হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। তারা অবিলম্বে আওরঙ্গজেব কালুকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ এবং গুঠিয়ায় একটি নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের দাবি জানান।