“প্রতিশোধ নয়, ন্যায়বিচার চাই”-সংবাদ সম্মেলনে উজিরপুরে বিএনপি নেতা

- প্রকাশের সময়: ০৬:৪৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১০৫ জন পড়েছে
বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাজনৈতিক হয়রানির অভিযোগ তুলেছেন বিএনপির একজন স্থানীয় নেতা। উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম রাসেল সোমবার উজিরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে দাবি করেন, তাঁর পারিবারিক জমি অন্যায়ভাবে দখল করতে চায় নবকুমার দাশগুপ্ত (ভানু মাস্টার) গং। তিনি বলেন, “আমাদের এস.এ. খতিয়ান ৩৬ নম্বরের ৩৯, ৪০, ৪১ দাগে ১.৬৩ একর জমি রয়েছে। এর মধ্যে ৪০ নং দাগের ১২ শতাংশ জমি নিয়ে বিরোধ চললেও তাদের নামে কোনো বৈধ রেকর্ড নেই।”
রাসেল অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় বারবার প্রশাসনের কাছে গিয়েও ন্যায়বিচার পাননি। তিনি বলেন, “প্রশাসনের প্রভাবশালী মহল বিষয়টির সঠিক সমাধান হতে দেয়নি। স্থানীয় আওয়ামী লীগ নেতারা শালিশে সমঝোতা না করে উল্টো ভয়ভীতি দেখিয়েছে।” তিনি আরও জানান, রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় এবং একবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এক মাস ১৩ দিন কারাগারে রাখে। জামিনে মুক্তি পাওয়ার পরও প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বারবার ন্যায়বিচার চেয়েছেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে রাসেল বলেন, আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হওয়ার পর ২০২৪ সালের ৫ আগস্ট উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। থানার ওসি উভয় পক্ষকে শালিশে ডাকেন। রাসেল জানান, তিনি শালিশে রাজি হলেও নবকুমার গং কোনো আপোষে রাজি হয়নি এবং এখনো নানা টালবাহানা করছে। তাঁর ভাষায়, “আমি কোনো প্রতিশোধ চাই না, শুধু আমার পৈতৃক জমি ফিরে পেতে চাই।”
তিনি প্রশাসনের কাছে তিনটি দাবি জানান-প্রথমত, বৈধ রেকর্ড অনুযায়ী জমি উদ্ধারে সহায়তা করা; দ্বিতীয়ত, তাঁর বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা ও অভিযোগের সঠিক তদন্ত করা; এবং তৃতীয়ত, রাজনৈতিক প্রভাবমুক্ত, সুষ্ঠু ও ন্যায়সঙ্গত সমাধান নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে ওই প্রভাবশালীদের কবল থেকে তার পৈতৃক সম্পত্তি দখল মুক্ত করার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।