UNO মোঃ আলী সুজার উদ্যোগে উজিরপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ

- প্রকাশের সময়: ০১:৪৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ২৪৫ জন পড়েছে
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলায় শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন। ৮ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, ইনস্টিটিউশন ও কলেজের প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এসএম আলাউদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, উপজেলা ছাত্র সমন্বয়ক রিয়াজ রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মোঃ আলী সুজা তার বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “মোবাইল আসক্তি থেকে মুক্ত থাকতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য।”
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার প্রশংসা করে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এসএম আলাউদ্দিন বলেন, “আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আমরা চাই আপনি সব সময় এই উপজেলার মানুষের পাশে থাকুন। প্রয়োজনে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো যেন আপনাকে অন্য কোনো উপজেলায় বদলি না করা হয়। আপনার মতো জনবান্ধব ইউএনও পেয়ে আমরা গর্বিত।”
উক্ত ক্রীড়া সামগ্রীর মধ্যে ক্যারাম বোর্ড, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, দাবাসহ বিভিন্ন খেলাধুলার উপকরণ ছিল, যা বিদ্যালয়গুলোর প্রধানদের হাতে তুলে দেয়া হয়। এছাড়া ইউএনও মোঃ আলী সুজা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী সংখ্যা বৃদ্ধি এবং স্কুলত্যাগী শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।