জমি দখল, অগ্নিসংযোগের নাটক ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

- প্রকাশের সময়: ১০:৫৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৫৫ জন পড়েছে
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিত অগ্নিসংযোগের নাটক সাজিয়ে মিথ্যা মামলা দায়ের ও অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার। শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টায় রাজাপুর বাজারে এক সংবাদ সম্মেলনে ফ্রান্সিস মধু লিখিত বক্তব্যে বলেন, তার স্ত্রী আলো মধু ২০১৯ সালে সাতলা রাজাপুর মৌজায় ১ একর সাড়ে ৬ শতাংশ জমি ঘরসহ ক্রয় করেন এবং মিউটেশন ও ৩৩ বছরের খাজনা পরিশোধ করেন।
তবে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ক্ষমতার দাপটের কারণে সেই জমি দখল হয়ে যায় বলে অভিযোগ করেন ফ্রান্সিস মধু। তিনি বলেন, সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটনের ছত্রছায়ায় রাজাপুর ৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সায়মন বাড়ৈ জোরপূর্বক জমি দখল করে নেন। এ নিয়ে আদালতে একাধিক মামলা চলমান থাকলেও সায়মন বাড়ৈ আইনের তোয়াক্কা না করে সন্ত্রাসী ও মাদকসেবীদের দিয়ে আলো মধুর ক্রয়কৃত জমিতে থাকা একটি পরিত্যক্ত ঘরে প্রতিদিন মাদকের আড্ডা বসান।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ১ জুন গভীর রাতে পরিকল্পিতভাবে সেই পরিত্যক্ত ঘরে আগুন লাগিয়ে পরদিনই ফ্রান্সিস মধু, তার স্ত্রী আলো মধু ও দিনমজুর মন্জু বেপারীর বিরুদ্ধে নানা মহলে মিথ্যা অপপ্রচার চালানো হয়, যাতে ঘটনাটি তাদের ওপর চাপিয়ে দেওয়া যায়। এ সময় উপস্থিত আলো মধু ও আত্মীয় সালমা বলেন, সায়মন বাড়ৈ ও তার বাহিনী শুধু জমি দখল করেই ক্ষান্ত হয়নি, বরং আগুন লাগিয়ে পুরো পরিবারকে ফাঁসানোর চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে মন্জু বেপারী জানান, গত সোমবার দুপুরে তার ঘর থেকে একটি মোবাইল ফোন ও মাছ কেনার জন্য রাখা নগদ দুই লাখ টাকা চুরি হয়। এর ঠিক পরদিন নাটকীয়ভাবে সেই মোবাইল ফোন অগ্নিকাণ্ডের স্থানে ফেলে রেখে তার বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দেওয়া হয়। তিনি জানান, চুরি হওয়া টাকা ও মোবাইলের ঘটনায় তিনি বরিশাল আদালতে মামলা করেছেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এ সময় বক্তারা জমি দখলমুক্ত ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে একই দিন বিকেল ৪টায় রাজাপুর বাজারে সাতলা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা পৃথক প্রতিবাদ সভা করেন। সেখানে তারা অভিযোগ করেন, রাজাপুর গ্রামে কোনো আলাদা খ্রিস্টান পল্লী নেই—এই গ্রামে মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে মিশ্রভাবে বসবাস করে আসছে। বিএনপি নেতারা বলেন, সায়মন বাড়ৈ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নিয়ে আলো মধুর দলিলকৃত জমি দখল করতে গিয়ে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং সেটাকে “খ্রিস্টান পল্লীতে অগ্নিসংযোগ” আখ্যা দিয়ে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র করে। তারা বলেন, একটি অনলাইন পত্রিকায় এই অপপ্রচারমূলক খবরও প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন।
বিএনপি সাতলা ইউনিয়ন সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি বিল্লাল ভাট্টি, সাধারণ সম্পাদক মোঃ হালিম বিশ্বাস, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম বাহাদুরসহ বক্তারা এর তীব্র নিন্দা জানান। তারা প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। অভিযুক্ত সায়মন বাড়ৈর সাথে এই বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ তিনি একাধিক মামলার আসামি হয়ে পলাতক রয়েছেন। এদিকে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, অগ্নিসংযোগ ও জমি দখল সংক্রান্ত পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।