দেশের সেরা এলএসডি শিকারপুরের প্রধান খাদ্য গুদাম, পরিদর্শনে ইউএনও

- প্রকাশের সময়: ০১:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ১২৬ জন পড়েছে
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরে অবস্থিত প্রধান খাদ্য গুদাম (এলএসডি) পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় তিনি গুদামটি সরেজমিন পরিদর্শন করেন এবং ধান সংগ্রহ কার্যক্রমসহ বিভিন্ন দিক খতিয়ে দেখেন।
পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা শাহনাজ পারভীন, শিকারপুর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন এবং উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মো. মহিউদ্দীন। তারা গুদামের ধারণক্ষমতা, মজুত ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং চলতি অর্থবছরের ধান সংগ্রহের অগ্রগতি নিয়ে ইউএনওকে অবহিত করেন।
পরিদর্শন শেষে ইউএনও মো. আলী সুজা সাংবাদিকদের জানান, ২০২৪–২৫ অর্থবছরের জাতীয় ধান সংগ্রহ কার্যক্রমে শিকারপুর এলএসডি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এ সাফল্যকে তিনি অত্যন্ত আনন্দদায়ক ও গৌরবজনক বলে উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা–কর্মচারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করায় স্থানীয় কৃষকরাও সরাসরি উপকৃত হয়েছেন।
ইউএনও আরও বলেন, “সরকারের ধান-চাল সংগ্রহ কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে শিকারপুর এলএসডির এই সাফল্য প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা ও সমন্বয় থাকলে খুব ভালো ফলাফল সম্ভব।” তিনি ভবিষ্যতে এই মান ধরে রাখতে এবং আরও উন্নত সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন।
পরিদর্শনের শেষ পর্যায়ে ইউএনও শিকারপুর এলাকার সন্ধ্যা নদীর তীরে সম্ভাব্য একটি অস্থায়ী টার্মিনাল স্থাপনের স্থান সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় খাদ্যশস্য লোড-আনলোডের সুবিধার্থে নদীঘেঁষা অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তিনি বলেন, নদী বন্দর ব্যবহার করে খাদ্যশস্য পরিবহন করলে ব্যয় ও সময় উভয়ই সাশ্রয় হবে। এ বিষয়ে একটি প্রাথমিক পরিকল্পনা প্রণয়ন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রস্তাব পাঠানোরও নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিকারপুর এলএসডি শুধু উজিরপুরেই নয়, বরিশাল জেলার গুরুত্বপূর্ণ একটি সরকারি খাদ্য গুদাম হিসেবে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছে। স্থানীয় কৃষকরা সরাসরি এই গুদামের মাধ্যমে সরকারি মূল্যে ধান বিক্রি করে থাকেন। সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচিতে এই গুদামের অবদানও উল্লেখযোগ্য।