সড়ক ঘিরে উজিরপুরে বিএনপি: জিয়া আমিন ও কমরেডের নেতৃত্বে মোটরসাইকেল পথসভা

- প্রকাশের সময়: ০৯:৪৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ১৬৭০ জন পড়েছে
বরিশালের উজিরপুর উপজেলায় বিএনপি নেতা মো. জিয়া আমিন রাড়ীর আগমনে শনিবার (২৯ জুন) অনুষ্ঠিত হয়েছে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, পথসভা ও বিক্ষোভ মিছিল।
রবিবার দুপুর ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই পথসভায় অংশ নেয় শতাধিক মোটরসাইকেল। শোভাযাত্রার নেতৃত্ব দেন মো. জিয়া আমিন রাড়ী নিজেই। তার সঙ্গে ছিলেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও উজিরপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. শাহাদুজ্জামান কমরেড।
শোভাযাত্রার বহরে আরও অংশ নেন বামরাইল ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিল, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. আলম রাড়ী, যুবদল নেতা ইমরানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী।
মোটরসাইকেল বহরটি বামরাইল হাইওয়ে রোড থেকে যাত্রা শুরু করে উজিরপুর বন্দরের বাজার হয়ে গৌরনদী হাইওয়ে রোড পর্যন্ত যায়। এরপর মাহিলারা হাইওয়ে হয়ে বিল্বগ্রাম বাজার অতিক্রম করে পুনরায় মাহিলারা হয়ে বামরাইল হাইওয়ে রোডে ফিরে আসে। শেষপর্যন্ত শোভাযাত্রা গিয়ে সমবেত হয় হস্তিশুণ্ড ঈদগা মার্কেটে।
ঈদগা মার্কেটে অনুষ্ঠিত হয় এক বিশাল বিক্ষোভ মিছিল। এ সময় বিএনপি নেতাকর্মীরা স্লোগান দেন-“জিয়া ভাইয়ের আগমনে শুভেচ্ছা স্বাগতম”, “জিয়া ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে”, “জিয়ার সৈনিক এক হও”, “কে বলরে জিয়া নাই, জিয়া সাড়া বাংলায়।”
সভা শেষে মো. জিয়া আমিন রাড়ী স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। পরে বিশাল শোভাযাত্রা পুনরায় বামরাইল হাইওয়েতে ফিরে গিয়ে শেষ হয়।