রংপুরের বদরগঞ্জে শাহ আম্রকাননে দিনব্যাপী কবিতা উৎসব

- প্রকাশের সময়: ০৭:০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৩৫ জন পড়েছে
সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ-এর রংপুর জেলা শাখার আয়োজনে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কুতুবপুর শাহ আম্রকাননে দিনব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) অনুষ্ঠিত এই আয়োজনের নাম ছিল “আম্রকাননে কবিতা উৎসব”।
রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরীর সভাপতিত্বে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে অতিথি বক্তব্য দেন কালচারাল একাডেমির পরিচালক এমদাদুল হক, সোশাল ইসলামী ব্যাংকের মাজহারুল ইসলাম, অগ্রণী ব্যাংকের ডিজিএম আরিফুল ইসলাম, শব্দপ্রেমি সাহিত্য সংসদের সভাপতি আব্দুল হাদী, হারাগাছ সাহিত্য পরিষদের সভাপতি এম এ শোয়েব দুলাল, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ-এর গাইবান্ধা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের, ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি ফজলে ফিরোজ, শাহ আম্রকাননের প্রতিষ্ঠাতা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চাঁপুল শাহ এবং বিশিষ্ট সমাজসেবক তুহিন শাহ প্রমুখ।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা, ছড়া ও গল্প পাঠে অংশ নেন আবু নাসের সিদ্দিক তুহিন, দেলোয়ার হোসেন রংপুরী, এম এম জাকারিয়া, ফিরোজ কবির, আব্দুল হাদী, আহসানুল হাবিব মণ্ডল, ইমদাদুল হক খান, হুসবান হাবিব লুব্ধক, খায়রুল আলম, নবীউল ইসলাম, আক্তারুজ্জামান সুলতান, হাফিজ রেদওয়ান, এস এম শোয়েব দুলাল, এস এম ইতি, দীপ শিখা, মুঈদ উল ইসলাম, নুশরাত উপমা, খেয়ালি মোস্তফা, জেসমিন আক্তার, সুফি জাহিদ হোসেন, রিয়াজুল হক সাগর, সুরাইয়া, আবুল কালাম আজাদ, মুসাফা আক্তার বাণু, আহসান হাবিব রবু, নাজিরা পারভীন, জিমান্ত, মারুফা আক্তার, অহিদুল ইসলাম, মোজাহারুল ইসলাম, ফজলে ফিরোজ, একেএম ফরহাদ হোসেন, এমদাদুল হক চৌধুরী, আরিফুল ইসলাম, শরিফা খাতুন, মুমতাহিন সিফাত, আব্দুল কাদের, শিল্পী সরকার, খায়রুজ্জামান দুদু, রাসেল আহম্মেদ, ডালিম কুমার প্রমুখ।
কবিতা পাঠ পর্ব শেষে অংশগ্রহণকারীরা মিঠাপুকুরের শালবন, জমিদার বাড়ি, পুরাতন দিঘি ও মন্দির, শ্যামপুর চিনিকলসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। পরে রংপুর টাউন হল চত্বরে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সব বক্তার আলোচনায় উঠে আসে আম্রকাননের অতিথিপরায়ণতা, ১০১ পদের ভর্তা, কাঁঠাল মুড়ি ও আম খাওয়া নিয়ে স্মৃতিমধুর অভিজ্ঞতা এবং কবিতা-ভ্রমণের আনন্দ।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ওপর একটি বিশেষ সেমিনার ও সাহিত্য-সংস্কৃতি উৎসবের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী ৩১ অক্টোবর শুক্রবার দিনব্যাপী সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ-এর ১০ম বর্ষপূর্তি উৎসব ও কবি-লেখক সম্মেলন অনুষ্ঠিত হবে।