রানওয়েতে ছিটকে পড়ে বিধ্বস্ত বিমান, জীবিত মাত্র ২ জন

- প্রকাশের সময়: ০১:৩৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ১৯৬ জন পড়েছে
দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমান রানওয়েতে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়েছে। এতে থাকা ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জন নিহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, জেজু এয়ারের বিমানটি থাইল্যান্ড থেকে মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় ছিটকে পড়ে। বিমানটিতে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। এদের মধ্যে মাত্র দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে—একজন যাত্রী এবং একজন ক্রু সদস্য। বাকি সবাই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধানের বরাতে রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার পরপরই আগুন নেভানো হয় এবং বিমানের পেছনের অংশ থেকে দুই ক্রুকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিমানটি অবতরণের সময় পাখির সঙ্গে সংঘর্ষের কারণে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেয়, যা এই দুর্ঘটনার কারণ হতে পারে।
ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত বিমানটির পেছনের অংশে উদ্ধারকাজ চলছে। বিমানটির বিভিন্ন অংশে আগুন জ্বলছিল এবং ধোঁয়া উড়ছিল।
এদিকে, দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মকের দপ্তর থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট উদ্ধার কার্যক্রম যথাযথভাবে পরিচালনার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, চোই সাং মক গত শুক্রবার দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।