ব্রেকিং নিউজ
প্রকাশ্যে ঘুরছে আসামি, খুঁজে পাচ্ছে না মুক্তাগাছা থানা পুলিশ

বিশেষ প্রতিনিধি
- প্রকাশের সময়: ০৮:২৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১৪৭ জন পড়েছে
ময়মনসিংহের মুক্তাগাছায় অবৈধভাবে আসা ১৭০ বস্তা ভারতীয় চিনি ও ১ লাখ ২০ হাজার পিস জিলেট ব্লেড জব্দ করার পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করতে পারেনি।
অভিযান ও মালামাল জব্দ
গত ৪ মার্চ (মঙ্গলবার) সকালে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি দল মুক্তাগাছার নিমুরিয়া এলাকায় অভিযান চালায়।
- মহাসড়কে বালুভর্তি একটি পরিত্যক্ত ট্রাক থেকে ১১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
- ট্রাকের চালক পালিয়ে গেলেও তার সহকারী রাকিবুল হাসান (২২) কে আটক করা হয়।
- একইভাবে, চেচুয়া বাজারের ব্যবসায়ী ও দুল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল হক ফজলু (৪৭) এবং তার ভাই জামায়াত নেতা আব্দুল হালিমের গোডাউনের সামনে থেকে আরেকটি ট্রাক জব্দ করা হয়।
- এই ট্রাক থেকেও ৬৯ বস্তা ভারতীয় চিনি ও ১ লাখ ২০ হাজার পিস জিলেট ব্লেড উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ও মামলা
- র্যাব অভিযানের সময় ট্রাক চালক শাহজাহান সিরাজ (২৮) কে আটক করে।
- প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে পণ্য পাচারের সঙ্গে জড়িত।
- পরদিন (৫ মার্চ), র্যাব আটক মালামালসহ অভিযুক্তদের মুক্তাগাছা থানায় হস্তান্তর করে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়।
এজাহারভুক্ত আসামিরা এখনও অধরা
মামলার আসামি:
✅ শাহজাহান সিরাজ (২৬)
✅ রাকিবুল হাসান (২২)
✅ আশিকুজ্জামান আশিক (৪৫)
✅ ফজলুল হক ফজলু (৪৭)
তবে ঘটনার সাত দিন পার হলেও পুলিশ এখনো মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।
জনমনে ক্ষোভ ও প্রশাসনের নিষ্ক্রিয়তা
এলাকাবাসীর অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের ধরতে প্রশাসন গুরুত্ব দিচ্ছে না।
স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান বলেন,
“অজানা কোনো ক্ষমতার বলে আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, অথচ প্রশাসন নিশ্চুপ! আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এলাকাবাসী দ্রুত আসামিদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।