থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো খাল পাড়ে

- প্রকাশের সময়: ০৫:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ১৫১ জন পড়েছে
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় খালের পাশ থেকে দুটি বিদেশি রিভলভার ও ১৬ রাউন্ড বুলেট উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইকারীদের ধরতে পরিচালিত অভিযানের সময় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে পাহাড়তলী থানার সাগরিকা এলাকার কাস্টম একাডেমির পেছনে ধোপপুল ব্রিজের পাশে খালের পাশের ঝোপঝাড় থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও বুলেট ৫ আগস্ট থানায় হামলার সময় লুট করা হয়েছিল।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সরকারের পতনের গুজব ছড়িয়ে পড়লে গত ৫ আগস্ট চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। সেই সময় থানাগুলো থেকে লুট করা হয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন মালামাল।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানিয়েছেন, ছিনতাইকারীদের ধরতে পরিচালিত অভিযানের সময় নগরীর সাগরিকা এলাকার ধোপপুল ব্রিজের পাশে খালের ঝোপঝাড় থেকে দুটি বিদেশি রিভলভার ও ১৬ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দিতে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। সরাসরি থানায় জমা দিতে না পারলে সেগুলো কোথাও ফেলে যাওয়ার জন্যও বলা হয়েছিল। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি অনেক দিন আগে ফেলে রাখা হয়েছিল।