কক্সবাজারের উখিয়ায় এক যুবককে পিটিয়ে হত্যা

- প্রকাশের সময়: ০১:৫২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ২০৬ জন পড়েছে
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে মো. আরাফাত (১৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। নিহত আরাফাত পালংখালী ইউনিয়নের পুটিবনিয়া এলাকার হাজি জালাল আহমেদের ছেলে।
নিহতের বড় ভাই মাস্টার জয়নাল আবেদীন অভিযোগ করেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে কাজ শেষে ফেরার পথে আরাফাতকে অপহরণ করে নিয়ে যান পুটিবনিয়া এলাকার আব্দুল হাফিজের পুত্র শাহাবুদ্দিন, আব্দুল খালেকের পুত্র বশর প্রকাশ আব্বু এবং বদি আলমের পুত্র জাহিদ আলমসহ একদল লোক। পরে তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর অবস্থায় আরাফাতকে স্থানীয় তাজমান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়নাল আরও জানান, ২০১২ সালে তাদের আরেক ভাই জসিম উদ্দিনকেও হত্যা করা হয়েছিল। সেই হত্যা মামলার বিচার চলমান। ওই মামলার জের ধরেই অভিযুক্তদের লেলিয়ে দেওয়া লোকজন আরাফাতের বিরুদ্ধে মসজিদের ব্যাটারি চুরির মিথ্যা অভিযোগ তোলে। এর আগে এই অভিযোগের ভিত্তিতে সালিশ করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছিল। তবে এবার পূর্বপরিকল্পিতভাবে আরাফাতকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে শোকের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে।