উজিরপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি-এস সরফুদ্দিন আহমেদ সান্টু
উজিরপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি-এস সরফুদ্দিন আহমেদ সান্টু
বরিশাল জেলার উজিরপুর সরকারি ডব্লিউবি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনে ২০২৫ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ইনস্টিটিউশনের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। সঞ্চালনার দায়িত্ব পালন করেন শিক্ষক রিয়াজুল ইসলাম তালুকদার ও শিক্ষিকা সেলিনা আক্তার।
উপস্থিত অতিথিরা:
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— 🔹 উজিরপুর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম খান 🔹 উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সরোয়ার হোসেন, সরদার সিদ্দিকুর রহমান 🔹 পৌর বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান টুলু 🔹 পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইদ্রিস বালী, মোঃ গিয়াস উদ্দিন আকন, মোঃ হেমায়েত উদ্দিন খলিফা, মোঃ নজরুল ইসলাম 🔹 বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খোকন 🔹 উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহবুব গোমস্তা 🔹 পৌর যুবদলের আহ্বায়ক মোঃ সাহাবুদ্দিন আকন সাবু, সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স 🔹 উপজেলা শ্রমিক দল নেতা মোঃ সোলায়মান হোসেন হাইয়ুম খান 🔹 পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদি হাসান ভূইয়া 🔹 প্রধান শিক্ষক মোঃ শাহে আলম, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হালিম, শিক্ষক মোঃ মনিরুজ্জামান লিখন 🔹 উপজেলা যুবদল নেতা মোঃ শাহাদুজ্জামান কমরেড 🔹 বানারীপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সুমন হাওলাদার
এছাড়া, উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, সদস্য নুরুল ইসলাম আসাদ, খলিলুর রহমান ও মোঃ সোহাগ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে আদিবা নাফিসা মানপত্র পাঠ করেন।
অনুষ্ঠানের অতিথিরা পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানান এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।