উজিরপুরে ৯ হাজার ৯০৩ পিচ ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

- প্রকাশের সময়: ১১:১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ২৪৩ জন পড়েছে
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইলে ৩ জানুয়ারি (শুক্রবার) সকালে ৯ হাজার ৯০৩ পিচ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবীর, এএসআই রাজিব চন্দ্র পাল, মোঃ ইখতিয়ার খান, মোঃ জিয়াউল, মোঃ রিয়াজ, ইমরানুল হক ও মোসাঃ ফারজানা আক্তার নিশু মিলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উজিরপুর উপজেলার বামরাইল বন্দরের সাবেক ইউনিয়ন পরিষদের সামনে মাদক ক্রয়-বিক্রয়ের সময় নারী মাদক কারবারি শান্তনা আক্তার (২৫)-কে গ্রেফতার করেন। তার কাছ থেকে প্লাস্টিকের খেলনা গাড়ির ভিতর থেকে ৯ হাজার ৯০৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শান্তনা আক্তার বরিশাল জেলার কাউনিয়া উপজেলার কাকাশুরা গ্রামের মোঃ সুরুজ হাওলাদারের স্ত্রী এবং মৃত হাচান সরদারের মেয়ে।
ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবীর বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত নারী মাদক কারবারির বিরুদ্ধে মামলা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।